গোয়ালন্দে পদ্মা নদীতে চাঁদাবাজির অভিযোগে তিনটি ট্রলার জব্দ

“স্টাফ রিপোর্টার”
রাজবাড়ীর গোয়ালন্দের পদ্মা-যমুনা নদীতে অভিযান চালিয়ে চাঁদাবাজি কালে অভিযান পরিচালনা করে চাঁদাবাজি কাজে ব্যাবহৃত তিনটি ট্রলার জব্দ করেছে দৌলতদিয়া নৌপুলিশ। এসময় নৌপুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রলার রেখে পালিয়ে যায় চাঁদা আদায়কারীরা।
সোমবার (৪ মার্চ) বিকেলে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মোঃ এমরান মাহমুদ তুহিন।
নৌপুলিশ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় আলোকদিয়া তার খাম্বা এলাকায় ট্রলার ব্যবহার করে চাঁদাবাজি চলছে। উক্ত সংবাদের প্রেক্ষিতে কোস্টগার্ড শিবালয়কে অবগত করে সম্মিলিত অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে চাঁদাবাজগণ নদীতে তিনটি ট্রলার রেখে পালিয়ে যায়। ঘটনাস্থল আলোকদিয়া তার খাম্বা এলাকা হইতে তিনটি ট্রলার জব্দ ও আটক করা হয়।
দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মোঃ এমরান মাহমুদ তুহিন জানান, নদীপথে চাঁদাবাজি প্রতিরোধে নৌপুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে থাকেন। তারই ধারাবাহিকতায় সোমবার দুপুর দুটোয় পদ্মা-যমুনা নদীর মোহনায় বালুবাহী বাল্কহেড থেকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায়ের খবর পেয়ে সম্মিলিত অভিযান পরিচালনা করা হয়, এ সময় চাঁদাবাজরা পালিয়ে গেলে তিনটি ট্রলার জব্দ করা হয়।
ছবি সংযুক্ত
তারিখ -০৪/০৩/২০২৫