গোয়ালন্দে অগ্নিকাণ্ডে বসতবাড়ি পুড়ে ছাই ক্ষতির পরিমাণ দুই লক্ষাধিক

“স্টাফ রিপোর্টার
রাজবাড়ীর গোয়ালন্দে রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়ে একটি বসতঘর, ঘরের ভিতরে থাকা আসবাবপত্রসহ সকল মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডের এই ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের বদর উদ্দিন মৃধাপাড়া গ্রামে। ভুক্তভোগী জামিল শেখের দাবি, এতে তার প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে জামিল শেখের বাড়ির রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে সেখান থেকে আগুন বসতঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে গোয়ালন্দ ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল ঘটনাস্থলে পৌছে এক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ততোক্ষণে জামিল শেখের রান্নাঘরসহ একটি বসতঘর, ঘরের ভিতরে থাকা আসবাবপত্রসহ সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনমাস্টার আব্দুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ছবি সংযুক্ত
তারিখ -০৫/০৩/২০২৫