বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ১২:২০ অপরাহ্ন
শিরোনাম
নারীদের হেনস্থা করার প্রবণতা বৃদ্ধি পেয়েছে: ফখরুল প্রতিদিন পদ্মার নদী থেকে কয়েক কোটি টাকার বালু লুট সায়েদাবাদ পানি শোধনাগার ও মেঘনা নদীরক্ষা প্রকল্প নিয়ে প্রধান উপদেষ্টার উদ্বেগ রাজধানীতে প্রতিষ্ঠানে লুটপাট, বৈষম্যবিরোধীর আহ্বায়কসহ ১৪ নেতা আটক আ.লীগ সরকারের মানবাধিকার লঙ্ঘনের প্রতিবেদন জাতিসংঘে উপস্থাপন বিউটিফুল শ্রীলীলা, দক্ষিণী কন্যা প্রিয়ঙ্কার জন্য খুব কঠিন ছিল,বললেন মা মধুচোপড়া চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ড নতুন প্রজাতন্ত্র গড়তে প্রয়োজন নতুন সংবিধান ও গণপরিষদ নির্বাচন: নাহিদ ইসলাম হাসিনার বিচারের সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই: আমির খসরু

বিউটিফুল শ্রীলীলা, দক্ষিণী কন্যা

রিপোর্টার : / ৭ বার পড়া
আপডেট : বুধবার, ৫ মার্চ, ২০২৫

ভারতের দক্ষিণী সিনেমার নতুন আলোচিত নাম শ্রীলীলা। রূপ-লাবণ্য আর প্রাণবন্ত অভিব্যক্তিতে ইতোমধ্যে সিনেপ্রেমীর হৃদয় জয় করে নিয়েছেন তিনি। তরুণদের পাশাপাশি সব বয়সী দর্শক এখন মজে আছেন এই তেলেগু সুন্দরীর উপস্থিতিতে। সাম্প্রতিক সময়ে ভারতীয় চলচ্চিত্রে অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হিসেবে নিজের অবস্থান পোক্ত করেছেন শ্রীলীলা। ২৫ বছর বয়সী শ্রীলীলার জন্ম যুক্তরাষ্ট্রের ডেট্রয়টে। বেড়ে ওঠেন ভারতের বেঙ্গালুরুতে। তাঁর মা একজন বিখ্যাত স্ত্রীরোগ বিশেষজ্ঞ। চিকিৎসা পেশায় যাওয়ার ইচ্ছে থাকলেও কোনো এক অজানা কারণে তিনি অভিনেত্রী হয়েছেন।
২০১৭ সালে তেলেগু সিনেমা চিত্রাঙ্গদা-তে শিশুশিল্পী হিসেবে অভিষেক হলেও ২০১৯ সালে কন্নড় চলচ্চিত্র ‘কিস’ দিয়ে তিনি নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন। অভিষেক সিনেমাতেই জাতীয় পুরস্কার জিতে নিয়ে সবাইকে তাক লাগিয়ে দেন এই অভিনেত্রী। শ্রীলীলার অভিনয় জীবনের সবচেয়ে বড় মোড় আসে ২০২১ সালে ‘পেল্লি সান্ধাডি’ সিনেমাটি। এটি বাণিজ্যিকভাবে সফল না হলেও তাঁর অভিনয় দারুণ প্রশংসিত হয়। এরপর তিনি রবি তেজার বিপরীতে ‘ধামাকা’ সিনেমায় অভিনয় করেন, যা বক্স অফিসে ব্যাপক সাফল্য পায়। সবচেয়ে আলোচনায় আসেন ‘পুষ্পা-২: দ্য রুল’ সিনেমার আইটেম গান ‘কিসসিক’-এর মাধ্যমে। এই গানের ঝড়ে এক লহমায় জনপ্রিয়তার শীর্ষে উঠে আসেন তিনি। তাঁর লাস্যময়ী রূপ,শিহরণ জাগানো অভিব্যক্তি এবং আকর্ষণীয় পারফরম্যান্স তাঁকে রাতারাতি প্যান-ইন্ডিয়ান তারকায় পরিণত করে। ধামাকা এবং পুষ্পা-২-এর পর শ্রীলীলা একের পর এক সিনেমায় চুক্তিবদ্ধ হন। এছাড়াও, তিনি দক্ষিণী সুপারস্টার মহেশ বাবুর সঙ্গে গুন্টুর কারমা ছবিতে অভিনয় করেন,যা তাঁর ক্যারিয়ারকে নতুন গতি দেয়। বলিউডে অভিষেকের জন্যও প্রস্তুতি নিচ্ছেন তিনি। সিদ্ধার্থ মালহোত্রার বিপরীতে ‘মিত্তি’ সিনেমার মাধ্যমে বলিউড যাত্রা শুরু করতে যাচ্ছেন এই গø্যামারাস অভিনেত্রী। অন্যদিকে এরই মধ্যে তিনি চুক্তিবদ্ধ  হয়েছেন ‘আশিকি ৩’ সিনেমায়; যেখানে তিনি কার্তিক আরিয়ানের বিপরীতে প্রধান নারী চরিত্রে অভিনয় করবেন। অনুরাগ বসু পরিচালিত এই রোমান্টিক সিনেমার ফার্স্ট লুক সম্প্রতি প্রকাশিত হয়েছে, যেখানে কার্তিককে গিটার হাতে দেখা যায়। ‘আশিকি ৩’ সিনেমাটি চলতি বছরেই মুক্তির কথা রয়েছে।
মডেলিং আর অভিনয়ে ব্যস্ত থাকলেও শ্রীলীলা সমাজসেবামূলক কাজেও এগিয়ে আসেন সবসময়। ২০২২ সালে তিনি দুটি প্রতিবন্ধী শিশুকে দত্তক নেন, যা তাঁর মানবিক দিককে আরও স্পষ্টভাবে প্রকাশ করে। শ্রীলীলা ছোটবেলা থেকেই ভরতনাট্যম নৃত্যে পারদর্শী ছিলেন, যার সুফল তিনি সিনেমায় অভিনয়ের সময় পাচ্ছেন। শুধু অভিনয়ে নয়, ফ্যাশন সচেতনতার দিক থেকেও বেশ জনপ্রিয়। শাড়ির প্রতি তাঁর বিশেষ ভালোবাসা থাকলেও ওয়েস্টার্ন পোশাকেও তিনি সমান স্বচ্ছন্দ। স্টাইলিশ বøাউজ,আকর্ষণীয় অলংকার ও ন্যাচারাল মেকআপে তাঁকে আরও মোহনীয় করে তোলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য
এক ক্লিকে বিভাগের খবর