বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
নারীদের হেনস্থা করার প্রবণতা বৃদ্ধি পেয়েছে: ফখরুল প্রতিদিন পদ্মার নদী থেকে কয়েক কোটি টাকার বালু লুট সায়েদাবাদ পানি শোধনাগার ও মেঘনা নদীরক্ষা প্রকল্প নিয়ে প্রধান উপদেষ্টার উদ্বেগ রাজধানীতে প্রতিষ্ঠানে লুটপাট, বৈষম্যবিরোধীর আহ্বায়কসহ ১৪ নেতা আটক আ.লীগ সরকারের মানবাধিকার লঙ্ঘনের প্রতিবেদন জাতিসংঘে উপস্থাপন বিউটিফুল শ্রীলীলা, দক্ষিণী কন্যা প্রিয়ঙ্কার জন্য খুব কঠিন ছিল,বললেন মা মধুচোপড়া চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিউজিল্যান্ড নতুন প্রজাতন্ত্র গড়তে প্রয়োজন নতুন সংবিধান ও গণপরিষদ নির্বাচন: নাহিদ ইসলাম হাসিনার বিচারের সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই: আমির খসরু

সন্তানকে ইতিহাস জানাতে শহীদ মিনারে মা ও শিশু

খুবি প্রতিনিধি : তানিম মল্লিক- / ৯ বার পড়া
আপডেট : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫

 খুলনার শহীদ মিনারের পথে ছোট্ট এক শিশু। মায়ের হাত ধরে সে ধীর পায়ে এগিয়ে চলেছে, হাতে একগুচ্ছ তাজা ফুল। চোখেমুখে যেন এক গভীর অনুভূতি একটি অজানা বোধ, যা সে পুরোপুরি হয়তো বুঝতে পারে না, তবে অনুভব করতে পারছে। শহীদ মিনারের বেদীতে ফুল দিয়ে শিশুটি অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে, যেন ইতিহাসের এক নীরব সাক্ষী।

২১শে ফেব্রুয়ারির সকালে এমন দৃশ্য খুবই সাধারণ, কিন্তু একইসঙ্গে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শিশুটির মা বলেন, “আমি চাই আমার সন্তান ছোটবেলা থেকেই আমাদের ভাষার ইতিহাস জানুক, ভাষা শহীদদের আত্মত্যাগের কথা মনে রাখুক। এই দিনটি আমাদের জন্য অনেক গর্বের, অনেক বেদনার। আমি চাই আমার সন্তানও এই গর্ব ও বেদনা অনুভব করুক।”

ভাষা শহীদদের স্মরণে শুধু শহীদ মিনারেই নয়, নানা আয়োজনের মধ্য দিয়ে একুশে ফেব্রুয়ারি পালিত হয় সারাদেশে। কিন্তু এই দিনটির মূল বার্তা কতটুকু আমরা ধারণ করি? ভাষা আন্দোলনের চেতনা কেবল আনুষ্ঠানিকতা বা কিছু কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ না রেখে কীভাবে আমাদের দৈনন্দিন জীবনে প্রতিফলিত করা যায় সেই প্রশ্ন আজও প্রাসঙ্গিক।

খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ডিসিপ্লিনের ২২ ব্যাচের শিক্ষার্থী তানবিরা তাবাসসুম এই প্রসঙ্গে বলেন, “২১শে ফেব্রুয়ারি শুধুমাত্র একটি ঐতিহাসিক দিন নয়, এটি আমাদের ভাষার জন্য আত্মত্যাগের প্রেরণা। এটি শুধু বাংলা বলার অধিকার নয়, বরং আমাদের ভাষাকে সঠিকভাবে সম্মান ও সংরক্ষণের কথা মনে করিয়ে দেয়। দুর্ভাগ্যবশত, আমরা এখনো মাতৃভাষাকে উপেক্ষা করি এবং ইংরেজি ভাষাকে বেশি গুরুত্ব দিই। আমাদের উচিত বাংলার সঠিক ব্যবহার নিশ্চিত করা এবং শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষা করা।”
খুলনা বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের ২২ ব্যাচের শিক্ষার্থী মালিহা জান্নাত মিশা বলেন, “২১শে ফেব্রুয়ারি আমরা ভাষা শহীদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি, কিন্তু সোশ্যাল মিডিয়া ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ নানা জায়গায় বাংলা ভাষার বিকৃতি ও ভুল ব্যবহারের প্রকট সমস্যা রয়েছে। এটি শুধুমাত্র আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে, আমাদের প্রতিদিনের জীবনে বাংলা ভাষার সঠিক ব্যবহার ও এর প্রতি গর্ববোধের বিষয় হয়ে উঠতে হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

অন্যান্য
এক ক্লিকে বিভাগের খবর